সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ
মেঘনা, কাঁঠালীয়া নদীর বিধৌত একটি উপজেলা। এখানে যেমন মাঠ ফসলে ভরপুর তেমনি উদ্যান ফসল ফল-ফুল ও শাকসবজি উৎপাদনের সৌন্দর্যের এক লীলাভূমী। রবি মৌসুমে চারিদিকে শুধু সরিষা, আলু আর সোনালী ফসল বোরো ধান দেখা যায়। তাছাড়া বোনা আমন, ভূট্টা, ডালজাতীয় ফসল, তেলজাতীয় ফসল, পেঁয়াজ, মরিচ, ধনিয়া হরেক রকম শাকসবজিও ব্যাপকভাবে চাষ হয়। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উপজেলায় নানাবিধ ফসল ও ফল-ফলাদি লক্ষ্যমাত্রার চেয়ে বেশী উৎপাদনে সক্ষম হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS