মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রাম থেকে ভাটেরচর -মেঘনা হাইওয়ে সংযোগ সড়কে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তালবীজ বপনের শুভ উদ্ধোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রবীর কুমার রায়, উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ শাহে আলম। আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব হাবিবুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ মুশিকুর রহমান শিকদার, অত্র ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আঃ হান্নান ভূইয়া ও জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, ভাওরখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মনির হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ মহসিন মিয়া, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষকবৃন্দ। সকলের উপস্থিতিতে তালবীজ বপনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার মহোদয়গন পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত প্রতিরোধে তালগাছের গুরুত্ব তুলে ধরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস