২০২২-২৩ অর্থ বছরে, “তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের” আওতায়, গত ১৪/০৩/২০২৩ইং তারিখ রোজ মঙ্গলবার মেঘলা উপজেলার লুটেরচর ইউনিয়নের শেখের গাঁও ব্লক ও রাধানগর ইউনিয়নের রাধানগর ব্লকে দুটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোহিত কুমার দে, অতিরিক্ত পরিচালক, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ মিরাজ উদ্দিন হোসেন- জেলা প্রশিক্ষণ অফিসার মহোদয় ও জনাব মোহাম্মদ আবু তাহের- মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। উক্ত মাঠ দিবসের সভাপতিত্ব করেনঃ জনাব মোহাম্মদ শাহে আলম-উপজেলা কৃষি অফিসার মহোদয়।
আরও উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ হাফিজুর রহমান-কৃষি সম্প্রসারণ অফিসার সহ সংশ্লিষ্ট ইউনিয়ন সমূহের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ। মাঠ দিবস শেষে স্থানীয় কৃষকদের নিকট সংরক্ষিত সরিষা বীজ পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস