অদ্য ২৮/০৮/২০২২ খ্রি. রোজ রবিবার সকাল ১১.০০ টায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব রাবেয়া আক্তার, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি ও উপজেলা নির্বাহী অফিসার, মেঘনা, কুমিল্লা মহোদয় । উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল্লাহ্ মিয়া রতন শিকদার, উপজেলা চেয়ারম্যান মহোদয়। সভায় উপস্থিত ছিলেন বিসিআইসি ও বিএডিসি সার ডিলারগণ। সভা পরিচালনা করেন জনাব মোহাম্মদ শাহে আলম, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার, মেঘনা, কুমিল্লা মহোদয়। সভায় সারের বর্তমান মজুদ পরিস্থিতি ও সরবরাহ সম্পর্কে কমিটিকে অবহিত করেন। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট সার বিক্রি নিশ্চিত করনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন এবং ক্যাশ মেমোর মাধ্যমে ডিলারদের সার বিক্রির পারামর্শ দেন। সভাপতি মহোদয় সার ব্যবস্থাপনায় কোন অনিয়ম সহ্য করা হবে না মর্মে সংশ্লিষ্ট ডিলারদেরকে ও কমিটিকে অবহিত করেন । প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কৃষি বিভাগের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারদেরকে সার্বক্ষনিক সার মনিটরিং জোরদার করার জন্য বলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস