কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনা, কুমিল্লা এর আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ১১-১২ জুন/২৩ দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ড. মোহিত কুমার দে, সম্মানিত অতিরিক্ত পরিচালক, কুমিল্লা অঞ্চল। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), জনাব মোহাম্মদ শাহে আালম, উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে বসত বাড়ির আঙ্গিনায় অনাবাদি জমি সমূহ ব্যবহারের মাধ্যমে পুষ্টি বাগান স্থাপনের মডেল নিয়ে আলোচনা করা হয়। অনাবাদি পতিত জমিতে বিভিন্ন শাকসবজি উৎপাদন কৌশল, সার প্রয়োগ পদ্ধতি, ফসলের বালাই ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মসূচী শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন ফলের চারা ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস